সাগরে ফিশিং ট্রলারডুবি, ৭ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

সাগরে মাছ ধরতে গিয়ে ১৮ মাঝি-মাল্লা নিয়ে ডুবে গেছে ফিশিং ট্রলার ‘এফবি বানু’। তাদের মধ্যে ১১ জেলে তীরে ফিরলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রধান মাঝি আলতাজসহ সাত জেলে।

সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাতে বঙ্গোপসাগরের টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারের মালিক রফিকুল হুদা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১টা পর্যন্ত ট্রলারের জেলেদের সঙ্গে যোগযোগ ছিল। রাত ২টার দিকে আবার ফোন দিলে কেউ ফোন ধরেনি। পরে অন্য একটি ট্রলারের জেলেরা তাকে ফোন দিয়ে ট্রলার ডুবির কথা জানান। সেই সঙ্গে ১১ জেলে প্রাণ বাঁচিয়ে তাদের ট্রলারে উঠতে পেরেছেন বলেও জানতে পারেন।

বেঁচে ফেরা জেলেরা জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে গেছে। ওই সময় ১৮ মাঝি-মাল্লাই প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন।

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ট্রলারের মালিক এবং তাদের সংগঠন উদ্যোগে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।