নদীতে ভেসে উঠল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান নদীর ওপর নির্মিত ব্রিজের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নদীতে নবজাতকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেখান থেকে একদিন বয়সী মরদেহটি উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।

মো. রবিউল হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।