নদীতে ভেসে উঠল নবজাতকের মরদেহ
ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান নদীর ওপর নির্মিত ব্রিজের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নদীতে নবজাতকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেখান থেকে একদিন বয়সী মরদেহটি উদ্ধার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।
মো. রবিউল হাসান/আরএইচ/এএসএম