করোনা : ফেনী হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

ফেনী জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৩০ জন আক্রান্ত হয়ে এবং ৯২ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯৭ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার ৫৯২ জন। আর সুস্থ হয়েছেন সাত হাজার ৭৫০জন।

নুর উল্লাহ কায়সার/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।