চাটখিল ছাত্রলীগের নবগঠিত কমিটি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৮ আগস্ট ২০২১

নোয়াখালীর চাটখিলে শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে মারামারির ঘটনায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুলাই নোয়াখালী জেলা ছাত্রলীগ ঘোষিত চাটখিল উপজেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সব কার্যক্রম স্থগিত করা হলো। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত জবাব দিতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান বলেন, চাটখিল উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। চিঠির আলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

এর আগে গত রোববার (১৫ আগস্ট) সকালে শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের নিয়ে যান চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান লিটন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় মাইকে যুবলীগের আহ্বায়ক বেলায়েতের নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।