স্বামী কাজে যেতে না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর সঙ্গে অভিমান করে শাহানাজ বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের লকো পশ্চিম কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে।
শাহানাজ ওই এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মুক্তারের সংসারে সচ্ছলতা আনতে কিছুদিন আগে স্থানীয় একটি মশারি কারখানায় কাজ নেন শাহনাজ বেগম। তবে স্ত্রী বাইরে কাজ করবেন স্বামী তা মেনে নিতে পারছিলেন না। কিন্তু সংসারে অভাব থাকায় শাহানাজ এক প্রকার বাধ্য হয়েই সেখানে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কয়েকদিন আগে স্বামীর চাপে তিনি কাজ ছাড়তে বাধ্য হন। এরপর শুক্রবার বিকেলে তার মাকে মোবাইলে বিষয়টি জানান শাহনাজ। তার মা তার স্বামীর কথা শুনতে নিষেধ করে আবার তাকে কাজে যেতে বলেন। ফের কাজ শুরু করতে চাইলে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। কিছুক্ষণ পর স্বামীর ওপর অভিমান করে সবার অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
তার ১০ বছর বয়সী মেয়ে আরোবি মায়ের মরদেহ ঝুলতে দেখে বাবাকে ডেকে আনেন। খবর পেয়ে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি) নাজরান রউফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে পাঠানো হয়েছে।
এসআর/জেআইএম