শেরপুরে ভটভটিচাপায় কিশোর নিহত
বগুড়ার শেরপুরে ভটভটিচাপায় আহত কিশোর ইমরান হোসেন (১৩) মারা গেছে। শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এর আগে একইদিন দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের রুবেল আহম্মেদের ছেলে।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে ভটভটিসহ চালক ফারুক হোসেনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন। আটক ফারুক হোসেন উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাইসাইকেলযোগে শেরপুর বাজারের দিকে যাচ্ছিলেন কিশোর ইমরান হোসেন। পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এমএস