চলাচলের অযোগ্য রাস্তা, ধান রোপণ করে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২২ আগস্ট ২০২১

বগুড়ার ধুনটে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। রোববার (২২ আগস্ট) উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ব্যতিক্রমী প্রতিবাদ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ওই এলাকার প্রায় ৩০০ মিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি করে আসলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বর্ষা মৌসুমে মোটরসাইকেল, বাইসাইকেল কিংবা রিকসা-ভ্যান নিয়ে চলাচল করা যায় না। গ্রামের কিছু শিশু, কিশোর ও তরুণ মিলে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করে।

jagonews24

ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম বলেন, রাস্তাটি অনেক দিনের পুরোনো। বর্ষা এলে দুর্ভোগের সীমা থাকে না। এ রাস্তার উন্নয়নের জন্য এডিপি প্রকল্পের তালিকাভুক্ত করা হয়েছে। এ বছরই কাজ হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক নানা জটিলতার কারণে কাজ করা সম্ভব হয়নি। আশা করছি আগামীতে অবশ্যই এ রাস্তার উন্নয়ন কাজ করা হবে।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।