নিরাময় কেন্দ্রের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা সেই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২০ এএম, ২৩ আগস্ট ২০২১
গ্রেফতার রনি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রের কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রনি (৩০) নামে মাদকাসক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে আটক করা হয়। রনি জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকার সানু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় মাদকাসক্ত রনিকে মাদক নিরাময় কেন্দ্রে আনতে গিয়ে রাজিব পাল (৩৫) ছুরিকাঘাতে নিহত হন। তিনি ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী। জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব পাল নারায়ণগঞ্জ জেলার কেটি পালের ছেলে। এ ঘটনায় রাশেদ নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। রাজিব পাল ও রাশেদ জেলা শহরের ফুলবাড়িয়ার ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা শহরের কাজিপাড়ার সানু মিয়ার ছেলে রনি দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ। রনিকে সুস্থ করে তুলতে মাদক নিরাময় কেন্দ্র ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’-এর সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের সদস্যরা।

রোববার সন্ধ্যার দিকে মাদক নিরাময় কেন্দ্রে লোকজন রনিকে ধরে চিকিৎসার জন্য নিয়ে যেতে আসে। সেসময় রনি ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। একপর্যায়ে রনি দরজা খুলে মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের ওপর হামলা করে। তিনি ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে।

এতে রাজিব পাল ও রাশেদ নামের দুইজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিব পালকে মৃত ঘোষণা করেন।

আবুল হাসনাত মো. রাফি/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।