মাদক সেবনের দায়ে স্বামীকে কারাদণ্ড, স্ত্রীকে খাদ্য সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৪ আগস্ট ২০২১

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অপরাধে মানিক মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার স্ত্রী ও সন্তানদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

সোমবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌর শহরের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দÐপ্রাপ্ত মানিক ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি রিকশা চালিয়ে সংসারের খরচ চালান।

পরিমল কুমার সরকার জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের সময় হাতে-নাতে ধরা পড়েন মানিক মন্ডল। তাই তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। আর তার দুই সন্তানও খুব ছোট। তাই মানবিকতা থেকে তার পরিবারকে চাল, ডাল, আটা, তেল, সেমাই, লবন, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।

এমদাদুল হক মিলন/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।