সাবেক সংসদ সদস্য হাসানুজ্জামান আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী ও সমাজসেবক হাসানুজ্জামান হাসান (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।

হাসানুজ্জামান হাসান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মৃত কবির উদ্দিনের ছেলে। তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।