ফ্রিজ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ভ্যানচালকের
ফাইল ছবি
কুড়িগ্রামের রাজারহাটে ফ্রিজের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহেনুল ইসলাম (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুল খাঁ মোজাহিদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাহেনুল ইসলাম নিজ বাড়িতে থাকা একটি পুরাতন ফ্রিজের বৈদ্যুতিক লাইন সংস্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।
মো. মাসুদ রানা/এসজে/জিকেএস