মাওয়ার আড়তে ইলিশের আকাল!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৬ আগস্ট ২০২১

পদ্মার টাটকা মাছ আর ইলিশের জন্য মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ৎ ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য ঠিকানা। মুন্সিগঞ্জ ছাড়াও, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের জেলার বিভিন্ন বাজারে পদ্মার ইলিশ সরবরাহ হয়ে থাকে মাওয়া থেকে। এছাড়া প্রতিদিন ভোরে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে মাওয়ায়। তবে ভরা মৌসুমে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছেনা আড়ৎদারা।

অপরদিকে, চাহিদা বেশি থাকায় বেড়েছে মাছের দামও। সরবরাহ কমলে মাছের দাম আরও বাড়বে বলে জানান বিক্রেতা-আড়ৎদাররা।

jagonews24

বুধবার (২৫ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, ভোর হতেই হরেক রকমের মাছের পসরা নিয়ে বসেছেন বিক্রতারা। ক্রেতা সমাগম বাড়তে থাকায় ধিরে ধিরে সরগরম হয়ে উঠে মাওয়া মৎস্য আড়ৎ। আড়ৎয়ের অন্যান্য মাছের চাইতে প্রধান আকর্ষণ ইলিশ। ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিটি আড়ৎতেই কমবেশি বিক্রি হয় ইলিশ। তবে বিক্রেতারা জানান, আড়তের অধিকাংশ ইলিশই মেঘনা আর চট্টগ্রামের।

কয়েকজন বিক্রেতা জানান, অন্য বছরের চেয়ে এ বছর ইলিশ কম। ফলে আড়তে সরবরাহ কমেছে। রাজধানী ঢাকাসহ দূরদূরান্ত থেকে পাইকার, ক্রেতারা আড়তে আসলেও পর্যাপ্ত যোগান না থাকায় সরবরাহ করা যাচ্ছে না। পদ্মার ইলিশ কমের পাশাপাশি চাঁদপুরের মেঘনা ও চট্টগ্রাম থেকে এনে ইলিশ বিক্রি করতে হচ্ছে।

jagonews24

বর্তমানে এক কেজি ওজনের পদ্মার ইলিশ ১৪০০-১৫০০, মেঘনার ইলিশ এক হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক কেজির নিচের ইলিশ ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

আকাশ নামের এক বিক্রেতা বলেন, গতবারের চেয়ে এ বছর নদীতে মাছ কম। তবে পদ্মার ইলিশের দাম বেশি। এখন বেশিরভাগ চাঁদপুরের ইলিশই বিক্রি হচ্ছে।

jagonews24

মো. সুমন নামের আরেক বিক্রেতা জানান, পদ্মার ইলিশ নেই, যা আসে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। এ সময় তো ইলিশের মৌসুম। ইলিশ দিয়ে আড়ৎ ভরে থাকার কথা ছিল। মাছের চাইতে ক্রেতা বেশি।

মাছ কিনতে আসা সালাউদ্দিন বলেন, মাওয়ায় পদ্মার ইলিশ কম। ফলে দাম অনেক। কিনতে পারবো কিনা ভাবছি।

jagonews24

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে জানান, অমাবস্যা-পূর্ণিমা এবং জোয়ার-ভাটাকে কেন্দ্র করে নদীতে ইলিশ কমে বাড়ে। আগামী অমাবস্যা-পূর্ণিমার পরই প্রচুর মাছ আসবে বলে ধারণা করা হচ্ছে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।