রৌমারী সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলি
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তের ১০৫৯ নম্বর পিলার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
জামালপুর ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বুধবার গভীর রাতে আরকি (বাঁশ দিয়ে তৈরি গরু পারাপারের বিশেষ যন্ত্র) দিয়ে গরু পারাপারের চেষ্টা করেন একদল চোরাকারবারি। টের পেয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের ছয় সদস্যের একটি টহল দল চোরাকারবারিদের বাঁধা দেন। এ নিয়ে চোরাকারবারি চক্রটি বিজিবি জোয়ানদের চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করেন। পরে আত্মরক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, সীমান্তে গুলির ঘটনার বিষয়টি শুনেছি। কী কারণে, কার সঙ্গে এ ঘটনা ঘটেছে তা আমার জানা নেই।
মো. মাসুদ রানা/আরএইচ/জিকেএস