শাহজাদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিন্নাদারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সামার ছেলে আলামিন হোসেন (৪২) ও একই গ্রামের রফিক প্রামাণিকের ছেলে মো. মোস্তফা (৪৫)।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক বলেন, মোটরসাইকেলকে চাপা দিয়ে বেড়াগামী একটি বাস পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আলামিন হোসেন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত মো. মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রঞ্জুয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।