নদীতে ট্রলার বিকল, যাত্রীদের চা-বিস্কুট খাওয়ালো পুলিশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ ( কক্সবাজার )
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৭ আগস্ট ২০২১

সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীতে বিকল হয়ে যায় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন। এসময় আটকে পড়া যাত্রীদের চা-বিস্কুট-পানি সরবরাহ করে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌর শহরের কায়ুখখালী খালের ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। বিকেল সাড়ে তিনটার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি বিকল হয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে শাহপরীর দ্বীপের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজান একজন পুলিশ কনস্টেবলের সহায়তায় ট্রলারে আটকে থাকা যাত্রীদের চা-বিস্কুট পানি সরবরাহ করেন। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। বিকল হওয়ার ঘণ্টাখানেক পরেই ট্রলারের ইঞ্জিনটি মেরামত করা সম্ভব হয়। এরপরই পুনরায় সেন্টমার্টিনের দিকে রওনা করে ট্রলারটি।

এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।