বগুড়ায় ৮ মাদক মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৯ আগস্ট ২০২১

বগুড়ার নন্দীগ্রামে মাদকসহ সাইফুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার সাইফুল নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামগাড়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা জব্দ করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক কারবারি সাইফুল ইসলামের নামে এর আগে থানায় আটটি মামলা রয়েছে।

এফআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।