বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৯ আগস্ট ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে সাড়ে দশ কোটি টিকার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

রোববার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদরে জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে মৃত্যুর হার কমলেও করোনা নিয়ে অবহেলা করা যাবে না। দেশের প্রতিটি মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করা হবে।

জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তাগিদ দিচ্ছেন প্রধানমন্ত্রী। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। গত দেড় বছরে কোনো মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিলো না। ডাক্তার-নার্স এমনকি মেডিকেল টেকনিশিয়ান নিয়োগের কার্যক্রমও চালু ছিল। আগামী ১০ সেপ্টেম্বরের পর মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।