ট্রলারডুবির ঘটনায় আরও এক মরদেহের সন্ধান
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় আরও একজন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ালো।
নিহত ওই নারীর নাম জামিলা বেগম (৬৫)। তিনি সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী।
রোববার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে বালুভর্তি ট্রলারের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় যাত্রীবাহী ট্রলার। এ ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫৬ মিনিটে উদ্ধার অভিযান শেষ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, ট্রলারডুবির ঘটনায় নিহত আরও এক নারীর সন্ধান পাওয়া গেছে। তাকে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।
ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম