সিরাজগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:২৫ পিএম, ৩০ আগস্ট ২০২১

সিরাজগঞ্জ সদর উপজেলায় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৯ আগস্ট) দিনগত রাতে খোকশাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১২।

গ্রেফতাররা হলেন-খোকশাবাড়ী ইউনিয়নের মান্নান মÐলের ছেলে মো. মাসুদ রানা মÐল (৩৫), শিয়ালকোল ইউনিয়নের বিলধলি এলাকার মৃত আব্দুল ওয়াহাব তালুকদারের ছেলে মো. মাসুদুর রহমান মাসুদ (৩৮) এবং জুড়ান আলী শেখের ছেলে মো. রুহুল আমিন রুবেল (৩৭)।

jagonews24

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জন রানা জানান, রোববার রাতে শালুয়ারভিটা মাদরাসা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, নগদ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া জব্দ করা মালামাল সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ইউসুফ দেওয়ান রাজু/এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।