সিরাজগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে নারী ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ৩০ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে প্রতারণার করে অর্থ আদায় ও আত্মসাতের অভিযোগে সীমা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপকারভোগীদের কাছ থেকে কৌশলে মাতৃত্বকালীন ভাতার টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজের কার্যালয়ে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য সীমা খাতুনকে পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উত্তর গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন গত এক বছর ধরে মাতৃত্বকালীন ভাতার টাকা পাচ্ছিলেন। ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য সীমা খাতুন দাবি করেন, তিনি নুরুন্নাহারকে এই টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এসময় কৌশলে তার কাছ থেকে দুই দফায় চার ও দশ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা হাতিয়ে নেন সীমা খাতুন। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন নুরুন্নাহার খাতুন। রোববার উভয়পক্ষের উপস্থিতিতে ঘটনাটি তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মামলা করেছেন। সোমবার (৩০ আগস্ট) সকালে অভিযুক্ত নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।