পরিত্যক্ত বাড়িতে মিললো হোটেল কর্মচারীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩১ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে পরিত্যক্ত একটি বাড়ি থেকে সাইদুর রহমান সাইদ (৪৫) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইদুর সলঙ্গা থানার সাতটিকরি তালতলা মান্নান হোটেলের কর্মচারী ও রাজশাহীর বাঘমারার সাইপাড়া গ্রামের বাসিন্দা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার সকালে হাটিকুমরুল নবরত্মপাড়ার হাসান আমিনের পরিত্যক্ত বাড়িতে সাইদের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা জাতীয়দ্রব্য সেবন করার পর তিনি মারা গেছে। এর আসল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।