নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ইমামের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০২১
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মাওলানা নূর আলম (৩৮) নামে এক ইমাম নিহত হয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) সোয়া ৭টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমি মাদরাসার শিক্ষক ও খৈলকুড়া নতুন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নূর আলম মাগরিবের নামাজের ইমামতি শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বলেন, আমরা মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করি। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। তার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ইমরান হাসান রাব্বী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।