বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:২৩ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আবদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার লোকনাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান উপজেলার নলঘরিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

উপজেলার দুর্গাপুর ইউপির চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের জানান, বেলা ১১টার দিকে রেললাইনের ধারে গরুকে খাস খাওয়ানোর সময় লালমনিহাট থেকে সান্তাহারগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আহত হন আবদুর রহমান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।