ঘোড়াঘাটে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা।

বুধবার (১লা সেপ্টেম্বর) বিকেলে ঘোড়াঘাট ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তের ওপর দিয়ে বয়ে চলা করতোয়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার চারটি দলের প্রতিযোগীরা অংশ নেন। নৌকা বাইচ খেলা দেখতে নদীর দুই তীরে আশপাশের এলাকার কয়েক হাজার দর্শক জড়ো হন।

প্রতি বছর এ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। এ বছরও পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হাসানখোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। খেলা দেখতে আশপাশের বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার লোক নদীর দুই তীরে ভিড় জমান। এর মধ্যে গ্রামীণ নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

jagonews24

প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, ঘোড়াঘাট পৌরসভার প্যানেল মেয়র ফেরদৌসি আরা বিলকিছ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুটুক সওদাগর ও সমাজসেবক সাব্বির হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমদাদুল হক মিলন/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।