কুমিল্লায় আগুনে পুড়লো ১৪ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:০২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লার নাঙ্গলকোটে আগুনে পুড়ে ১৪টি দোকান পুরো ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।

বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার হেসাখাল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমেদ ভুইয়া জানান, রাত ১২টার দিকে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় মুদি, কনফেকশনারি, ওষুধ ও হাস-মুরগির খাবারের দোকানসহ অন্তত ১৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।

jagonews24

আগুনে পুড়ে যাওয়া একটি ফার্মেসির স্বত্বাধিকারী আজিজুল হক বলেন, রাত সাড়ে ১২টায় আগুনের খবর পাই। ঘটনার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। ততক্ষণে চোখের সামনে পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

লাকসাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জাগো নিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ণয় করা যায়নি।

জাহিদ পাটোয়ারী/ এফআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।