স্কুল খোলার খবরে পোশাক পরে দুই ক্ষুদে শিক্ষার্থীর উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুর সদর উপজেলার খোদমাধপুর মিস্ত্রিপাড়া মহল্লার বাসিন্দা গৃহবধূ রোজিফা আকতার। তিনি টিভির স্ক্রল দেখে জানতে পারেন আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। খবরটি দেখে তিনি মেয়েদের ডাক দেন, ‘এই, তোদের স্কুল খুলবে ১২ তারিখে। দেখ, টিভিতে দেখাচ্ছে।’

মায়ের কাছ থেকে এমন কথা শুনে ছুটে আসে মেয়েরা। এবার বাবার মোবাইল ফোন নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল দেখতে শুরু করে। টিভির স্ক্রল তো ঠিকই আছে, অনলাইন নিউজ পোর্টালগুলোওতো তা-ই বলছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা বলার পর শুক্রবার (৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

Dinaj-(4).jpg

খবরটি শুনে দশম শ্রেণির ছাত্রী রাইনা এমদাদ এলিন ও তার ছোটবোন প্রথম শ্রেণির শিক্ষার্থী রাইমা এমদাদ রোজার মনে যেন উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। দৌড়ে দুই বোন আলনার দিকে ছুটে যায়। সেখান থেকে তাদের স্কুলের পোশাক বের করে নিয়ে এসে মাকে বলে, ‘মা, আমরা তো দেড় বছরে অনেক বড় হয়ে গেছি। পোশাকগুলো আমাদের হবে তো?’

মেয়েদের কথা শুনে মা রোজিফা আকতার বলেন, ‘ঠিকই তো, নিয়ে আয় দেখি তোদের পোশাকগুলো ঠিকমতো পরা যাচ্ছে কি-না’। এরপর ছোটমেয়ে নাইমা এমদাদ রোজাকে পোশাক পরিয়ে দিয়ে দেখেন ঠিক আছে কি-না।

এ চিত্র শুধু এলিন-রোজাদের ঘরে নয়, এমন অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সংবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। দেড় বছরের পুরনো স্কুলপোশাক পরে ট্রায়াল দেওয়া শুরু করেছে অনেকে।

Dinaj-(4).jpg

গৃহবধূ রোজিফা আকতার জাগো নিউজকে বলেন, আমার দুই মেয়ের একজন সেন্টফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে, অন্যজন প্রথম শ্রেণিতে পড়ে। তারা প্রায় দেড় বছর স্কুলে যায়নি। টিভিতে দেখলাম ১২ সেপ্টেম্বর স্কুল খুলবে। তাই মেয়েদের স্কুলের পোশাকগুলো ঠিক আছে কি-না দেখছিলাম। তবে ছোট মেয়ের পোশাক ঠিকমতো হচ্ছে না। এজন্য তার মন খারাপ

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলবে। আগের ঘোষণা অনুসারেই নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মারণ ভাইরাসটির বিস্তার রোধে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর সংক্রমণ পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়। চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি।

Dinaj-(4).jpg

গত ২৬ আগস্ট সবশেষ ঘোষণায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়িয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। ওইদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বেশি বন্ধ রাখার সুযোগ নেই। স্কুল-কলেজ ও শিক্ষার্থী-অভিভাবকদের চাপ রয়েছে, খুললেও করোনা আক্রান্তের আশংকা রয়েছে। সব মিলিয়ে আক্রান্তের হার ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে চাই।’

স্বাস্থ্য অধিদফতরের শুক্রবারের তথ্য অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। যা আগের দুদিন ছিল যথাক্রমে ১০ দশমিক ৪০ শতাংশ ও ১০ দশমিক ১১ শতাংশ।

এমদাদুল হক মিলন/এসআর/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।