কক্সবাজার থেকে ইয়াবা এনে বগুড়ায় ধরা ৩ মাদক কারবারি
বগুড়ার শেরপুরে ইয়াবা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ধর্মের ছড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ওসমান গণি ওরফে মাসুদ (৪২), পশ্চিম ভাদীতলা গ্রামের এজাজ মিয়ার ছেলে ওমর ফারুক (২১) ও নাটোরের সিংড়ার কচুয়া গ্রামের দুলাল হোসেনের ছিলে মিন্টু মিয়া (৩০)।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে শুক্রবার ভোররাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চৌমহানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান এনে ভবানীপুর চৌমহনী বাজারে অবস্থানে নেন। সেগুলো স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি মূল্যে বিক্রি করছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
এএএইচ/এএসএম