জামালপুরে কমছে যমুনার পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ইসলামপুর বাহাদুরাবাদ পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তবে পানি কমতে শুরু করলেও এলাকায় দেখা দিয়েছে খাবার পানি এবং গো খাদ্যের সংকট।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের গেইজ পাঠক (পানি পরিমাপক) আব্দুল মান্নান জাগো নিউজকে পানি কমার বিষয়টি নিশ্চিত করেন।

jagonews24

জানা যায়, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ীর নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত ৩৫-৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত প্রায় ১০ হাজার ২০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি কমতে শুরু করায় ভাঙন আতঙ্ক বাড়ছে যমুনা পাড়ের বাসিন্দাদের মাঝে।

jagonews24

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, আপাতত আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৬ সেন্টিমিটার কমেছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।