মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা, দুই যুবক নিহত
ফাইল ছবি
বগুড়ার ধুনটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়িয়া সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব (২০) ও মোস্তফার ছেলে আব্দুল মোমিন (২২)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বগুড়া থেকে বিপ্লব ও মোমিন মোটরসাইকেলযোগে যমুনা নদীর কুতুবপুর এলাকায় যাওয়ার জন্য রওয়ানা হন। পথে ধুনটের বড়িয়া সেতুর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়। স্থানীয়রা আব্দুল মোমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরএইচ/এমকেএইচ