বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১১:৪৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জামালপু সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রুবেল মিয়া (৩৫) ও তার শিশুসন্তান এনায়েত (৬)। রুবেল মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন রুবেল মিয়া। এ সময় বিদ্যুতের তার টিনের চালের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এতে রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার কাছে থাকা শিশুসন্তান এনায়েত বাবাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দ্বীন আমিন বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।