দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি একরাম সম্পাদক তহিদুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

 

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. একরামুল আমিন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তহিদুল হক সরকার জয়লাভ করেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে তারাসহ সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ১৫ সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো. নুরুল ইসলাম, মো. মেহেবুব হাসান চৌধুরী লিটন, সহ-সাধারণ সম্পাদক ইন্দ্রোজিৎ কুমার রায় (অনিক), মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. সাহিমা সুলতানা হিরা, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মো. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

din1

কার্যনির্বাহী সদস্য পদে মো. আবুল কালাম আজাদ, মো. মাসুদ রানা, মো. সাদিব গোলাম বিন নাসের, মোছা. সাবিনা ইয়াসমিন, মো. সাদেকুজ্জামান সাগর।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ। এছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কবির বিন গোলাম চার্লী ও অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা রুমি।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।