পুঁতে ফেলা হলো ৪০৫ কেজি ওজনের রকেট মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুরের পার্বতীপুরে ৪০৫ কেজি ওজনের একটি রকেট মাছ পচে যাওয়ায় মাটিতে পুঁতে ফেলেছে পুলিশ।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মনমথপুর ইউনিয়নের ভবের বাজারের পাশে মাছটি পুঁতে ফেলা হয়েছে।

পুলিশ ও বাজার কমিটি জানায়, খুলনা থেকে তিনটি রকেট মাছ আসে পার্বতীপুর মাছের আড়তে। এর মধ্যে একটি ভবের বাজারে, একটি নতুন বাজারে, অন্যটি চৌপথি বাজারে বিক্রির জন্য নিয়ে যান ব্যবসায়ীরা। ভবের বাজারে ৪০৫ কেজি ওজনের রকেট মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন আবুল হোসেন নামের এক ব্যবসায়ী। পচে যাওয়ায় পুলিশ মাছটি বাজারের পাশে পুঁতে ফেলেন।

Dinajpur-Fish-1

এ বিষয়ে ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ২৫০ টাকা কেজি দরে বিক্রির জন্য এক ক্রেতার সঙ্গে দরাদরির সময় পুলিশ এসে মাছটি নিয়ে যান। পরে সেটি মাটিতে পুঁতে ফেলা হয়। মাছটি বিক্রি করতে পারলে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হতো।

এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বলেন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় মাছে পচন ধরে। ফলে সেটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।