৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতারে দণ্ড যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

বগুড়ায় লিটন মণ্ডল নামের এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সাজা দেয়া হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়ার জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিটন মণ্ডল বগুড়ার ধুনট উপজেলার ভালুকাতলা গ্রামের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ জামতলা করতোয়া ক্লিনিকের সামনে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। এরপর শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।