বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে প্রাণ গেলো তাঁরাপদের
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের বাল্বের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাঁরাপদ বর্মণ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার মৃত শিরীষ চন্দ্র বর্মণের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম হিন্দুপাড়ায় তাঁরাপদ বর্মণ নামের এক ব্যক্তি নিজ বাড়িতে বিদ্যুতের বাল্ব জ্বালানোর জন্য তার জোড়া দিচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে কুন্দগ্রাম বাজারে একটি চিকিৎসালয়ে নেন। পরে চিকিৎসক সেখানেই তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এআরএ/জেআইএম