ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে কাঠমিস্ত্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার রফিকুল উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মোসাহেব আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

মামলা সূত্র জানায়, রফিকুল ইসলাম কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে পৌরসভার বাউসি চন্দনপুর গ্রামের এক গৃহবধূর (৪২) সঙ্গে পরিচয় হয়। তারা কয়েকদিন ধরে মোবাইল ফোনে কথাবার্তা বলেন। সম্প্রতি রফিকুল কৌশলে ওই গৃহবধূর গোসল করার কিছু ছবি তোলেন। সেই ছবি ফটোশপে সম্পাদনা করে গৃহবধূর ইমোতে পাঠিয়ে দেন।

একপর্যায়ে রফিকুল তাকে অনৈতিক প্রস্তাবসহ মোটা অংকের টাকা দাবি করেন। এতে তিনি রাজি না হওয়ায় বিকৃত ছবিগুলো পোস্টার ও হ্যান্ডবিল বানিয়ে এলাকায় ছড়িয়ে দেন।

বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী গৃহবধূ সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার থেকে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, গৃহবধূর ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়ায় অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।