নৌকার ইঞ্জিনে চুল পেঁচিয়ে প্রাণ গেলো কিশোরীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভ্রমণে বের হয়ে নৌকার ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে নিপা আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিপা আক্তার কুমিল্লা জেলার বাঙ্গরা থানার ফুলপুর গ্রামের বাছির মিয়ার মেয়ে। সে কসবা উপজেলার শিমরাইল গ্রামে তার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিপার মামাতো বোনের বিয়ে। বিয়ে উপলক্ষে মা-বাবার সঙ্গে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমরাইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে নিপা। বুধবার দুপুরে মামা জীবন মিয়ার স্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে মামাতো ভাইবোনদের সঙ্গে বাড়ির পাশে বিলে ঘুরতে যায়। নিপা ইঞ্জিনের কাছে বসা ছিল।

এক পর্যায়ে দাঁড়াতে গিয়ে পা পিছলে সে ইঞ্জিনের ওপর পড়ে যায়। এতে ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে গেলে নাক, মুখ থেঁতলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিয়েবাড়িতে শোকের মাতম চলছে।

রাসেল মিয়া নামের নিহতের এক স্বজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।