বজ্রপাতে নৌকায় প্রাণ গেলে জেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মেহেদী (২২) নামে এক জেলের নৌকায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের জোয়ানশাহী হাওরে এ ঘটনা ঘটে। মেহেদী একই ইউনিয়নের কুকরারাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জোয়ানশাহী হাওরের আউনি এলাকায় ছাঁই দিয়ে মাছ ধরতে যান মেহেদী। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এক সময় বজ্রপাতে মাছ ধরার নৌকাতেই মারা যান মেহেদী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে আশপাশের জেলেরা মৃত অবস্থায় নৌকায় তাকে পড়ে থাকতে দেথে পরিবারে খবর দেয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ ঘটনায় বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নূর মোহাম্মদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।