আব্বাস উদ্দিনের স্মৃতিবিজড়িত গ্রামে গণপাঠাগার উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১

‘মুজিববর্ষের অঙ্গীকার গ্রামে গ্রামে পাঠাগার’ স্লোগানে সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতিবিজড়িত নিখাই গ্রামে গণপাঠাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মিলন স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতা ও গ্রাম নিখাই পাঠাগারের আয়োজনে নিখাই-বিনিময় মোড়ে এই পাঠাগারের উদ্বোধন করা হয়।

এ সময় জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে এবং তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হাসান।

এছাড়া ডোয়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, আদাচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, মঞ্চ অভিনেতা ও স্টেশন পাঠাগারের উদ্যোক্তা আসাদুজ্জামান, গ্রাম নিখাই জামে মসজিদের সভাপতি সুরুজ্জামানসহ গ্রামের মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

jagonews24

মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ জানান, আমার এলাকায় যদি একটি ছেলে-মেয়ে থাকে তাদের জন্য আমি পাঠাগারের আন্দোলন চালিয়ে যাব। মিলন স্মৃতি পাঠাগারের ২০টি বই নিয়ে শুরু করেছিলাম এখন আমার এই পাঠাগারে ৩ হাজারের মতো বই রয়েছে। সেই থেকে আমার পথচলা, আমি চাই এই উপজেলা আরও কিছু পাঠাগার হবে; যার মাধ্যমে গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা জ্ঞানের আলোয় আলোকিত হবে।

বক্তারা বলেন, সুন্দর ফুল সুন্দর ফল খোদা তোমার নিখাই নদীর পানি এই গানটি সুর সম্রাট আব্বাস উদ্দিন এই গ্রামে এসে গ্রামের সৌন্দর্য দেখে গেয়েছিলেন। আর এই গ্রামে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বই পড়লে জ্ঞান বাড়ে, বই মানুষকে আলোর পথে ধাপিত করে, অতীতের ইতিহাস থেকে জানা যায়, বই পড়ে অনেক খারাপ মানুষও ভালো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পাঠাগার একটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, আমি চাই এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমি এই আন্দোলনে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।