ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. রেজাউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মো. শফিউল্লাহ ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় তার ধানক্ষেতের আইলে বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ধানক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফিরছিলেন রেজাউল। এ সময় মো. শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমরা হাসান রাব্বী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।