‘ট্রেন আসার সময় খোলা ছিল ক্রসিংয়ে গেট’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় বাবাসহ দুই ছেলের মৃত্যুর ঘটনায় গেটম্যানকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা।

তাদের দাবি, ট্রেন আসার সময় ক্রসিংয়ের গেট বন্ধ করেননি গেটম্যান। ফলে লাইন পার হওয়ার সময় সিএনজিটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে বাবাসহ দুই ছেলের মৃত্যু হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তালশহর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা।

নিহত সাদেক মিয়ার চাচা হুমায়ূন মিয়া বলেন, দুর্ঘটনার বিষয়ে তালশহরের স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তাদের সবার একই কথা, গেট বন্ধ করলে এ দুর্ঘটনা ঘটতো না। গেটম্যানের গাফলতিতে এ ঘটনা ঘটেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদুর রহমান বলেন, দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, গেটম্যান তার কক্ষে ছিল। কিন্তু ট্রেন আসার সময় সে গেট বন্ধ করেননি।

তবে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, গেটম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি ট্রেন আসার সময় গেট বন্ধ করলেও সিএনজির লোকজন গেট উপরে তুলে পার হওয়ার চেষ্টা করে। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।