কলেজ খোলার প্রথমদিনে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

প্রায় দেড় বছর পর খুললেও অবৈধ নিয়োগের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে পিরোজপুরের গাওখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে কলেজের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, নাইমুল ইসলাম, মো. সাকিল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখে।

এ সময় বক্তারা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাফর বাহাদুরের বিরুদ্ধে কলেজের ল্যাব সহকারী ও অফিসহায়ক পদে পাঁচজনের নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগ করেন। এ সময় তারা সব নিয়োগ বাতিল করে সভাপতি ও অধ্যক্ষের অপসারণ দাবি করেন।

এর আগে কোনো ধরনের ঘোষণা ছাড়াই ১০ সেপ্টেম্বর (শুক্রবার) অফিস সহায়ক পদে দুজন ও তিন মাস আগে কম্পিউটার ল্যাব সহকারীসহ তিনটি পদে নিয়োগ দেয়া হয়। মোটা অংকের অর্থের বিনিময়ে কলেজ সভাপতি ও অধ্যক্ষ মিলে তাদের নিয়োগ দেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।