ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলের কারণে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৪টায় নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় বেইলি ব্রিজের পাটতন ভেঙে গাছ ভর্তি একটি ট্রাক আটকে যায়। এরপর থেকেই এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Tangail-(3).jpg

ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নাগরপুর থেকে গাছ ভর্তি একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। ভোরে টেংরীপাড়া বেইলি ব্রিজের পাটাতন ভেঙে আটকে যায় ট্রাকটি।

Tangail-(3).jpg

তিনি আরও জানান, বেইলি ব্রিজটির ধারণ ক্ষমতা আট টন থাকলেও প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে ১৫ থেকে ২০ টন ওজনের যানবাহন চলাচল করে। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ১৫ দিন আগেও এই ব্রিজটির পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে জানান তিনি।

টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী এস এম আলামিন জানান, দ্রæতই ট্রাকটি সরিয়ে ব্রিজের পাটাতন সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

আরিফ উর রহমান টগর/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।