পুকুরে নেমে যুবলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে পুকুরের নেমে সোহাগ গাজী (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির পুকুরে নেমে মারা যান সোহাগ। তিনি উপজেলার ১১নং চর দুখিয়া পুর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পশ্চিম একলাশপুর গ্রামের গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে যথারীতি গোসল করতে পুকুরে যান তিনি। এক পর্যায়ে স্ট্রোকজনিত কারণে পা পিছলে পুকুরে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তার বাড়ির লোকজন দ্রুত ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা-সোহাগ গাজীর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন জানান, পুকুরে গোসল করতে যাওয়ার পর সেখানে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।