তুচ্ছ ঘটনায় এক ইজিবাইক চালককে পিটিয়ে মারলেন আরেক চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছেন অপর ইজিবাইক চালক। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার কেশবপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর উপজেলার চাপাতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঘটনায় জড়িত অপর ইজিবাইক চালক খালিদ হাসানের বাড়ি পাশের কেশবপুর গ্রামে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জেলার মহেশপুর উপজেলার দত্তনগর এলাকা হয়ে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন হাফিজুর। পথে তিনি কেশবপুরে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খালিদের ইজিবাইকের সঙ্গে তার ইজিবাইকের ধাক্কা লাগে। এ ঘটনায় কথা কাটাকাটির জেরে খালিদ তার সঙ্গে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে হাফিজকে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর দত্তনগর পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাফিজকে মৃত অবস্থায় পেয়েছি। তবে অভিযুক্ত খালিদ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।