ধুমধামে বিয়ে তিনফুট উচ্চতার বর-কনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

রবিউল ইসলামের বয়স ২৬ বছর। অন্যদিকে ময়না খাতুনের বয়স ৩৬ বছর। ‘অসম’ বয়সী হলেও দুইজনেরই উচ্চতা প্রায় তিনফুট। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ধুমধামে তাদের বিয়ে দিয়েছেন এলাকাবাসী।

ব্যতিক্রমী এ বিয়েটি হয় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই উপজেলার আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের।

উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুজিত বিশ্বাস জানান, এলাকাবাসীর সহযোগিতায় বিয়ের গেট সাজিয়ে, প্যান্ডেল করে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে দুটি মাইক্রোবাসসহ ২০টি মোটরসাইকেল যোগে ৬০ জন বরযাত্রী এসেছিলেন।

বরের খালু জাহাঙ্গীর হোসেন বলেন, দরিদ্র পরিবারে রবিউলের জন্ম। ছোট্ট বেলা থেকে তার বাবা-মা নেই। ছোট্ট থেকে আমরাই রবিউলকে মানুষ করেছি। কৃষি কাজ করে সে জীবিকা নির্বাহ করে। বিয়ের বয়স হলেও তার বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। পরে ওই মেয়ের সন্ধান পাই।

jagonews24

এ বিষয়ে বর রবিউল বলেন, দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়ে করতে পেরে অনেক আনন্দ লাগছে।

কনে ময়না খাতুনও বলেন, আমাদের বিয়ে খুব ধুমধামে হয়েছে। অনেক ভাল লাগছে। এভাবে বিয়ে হবে স্বপ্নেও ভাবিনি।

উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী বলেন, উৎসব করে স্থানীয়রা তাদের বিয়ে দিয়েছেন। অনেক মানুষ তাদের দেখতে এসে দোয়া করেছে।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।