চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিতেন টাকা, আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

যশোরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চোরাই মোটরসাইকেলসহ ইউনুছ আলী সরদার (৩০) নামে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জালিয়াতির বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেশবপুর উপজেলার কলাগাছি বাজার থেকে দালাল চক্রের ওই সদস্যকে আটক করা হয়।

আটক ইউনুছ আলী সরদার কেশবপুরের সারুটিয়া গ্রামের কওছার আলী সরদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের মাধ্যমে দালাল ও প্রতারক চক্রের সন্ধান পেয়ে উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালায়। এসময় একটি চোরাই মোটরসাইকেলসহ ইউনুছ আলী সরদারকে আটক করা হয়। পুলিশ, সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতেন তিনি।

তিনি আরও জানান, ইউনুছ আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। সেখানে তার ফেসবুক আইডির মেসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগে প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদনপত্র ও অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মিলন রহমান/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।