যশোরে স্বর্ণের বারসহ আটক বৃদ্ধের ১৪ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

যশোরে স্বর্ণ চোরাচালানি মামলায় মোক্তার আলী (৭০) নামের এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মোক্তার আলী বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মৃত আজিবার মণ্ডলের ছেলে। তিনি কারাগারে রয়েছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী মামলার বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর জিএম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৩১৭) তল্লাশি করে ১২টি স্বর্ণের বারসহ মোক্তার আলীকে আটক করে বিজিবি। পরে সুবেদার বাদশা মিয়া বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় মোক্তার আলীকে অভিযুক্ত করে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।

এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মোক্তার আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।