বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ.লীগ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নাসরিন জাহান চৌধুরী শেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তোফায়েল হোসেন তাকে বিজয়ী ঘোষণা করেন।

জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাবুল মিজির মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের সময় বাতিল বলে বিবেচিত হয়। আর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাস্টার হেলাল আহমেদ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তার প্রত্যাহারপত্র জমা দেন। এর প্রেক্ষিতে নির্বাচনে মাত্র একজন প্রার্থী হওয়ায় নাসরিন জাহান চৌধুরী শেফালিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়।

বিজয়ী প্রার্থী নাসরিন জাহান চৌধুরী শেফালী জানান, দল ও মানুষের স্বার্থে কাজ করবেন তিনি। থাকবেন গরীব দুখী মানুষের পাশে।

বর্তমান নির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উল্লাহ চৌধুরীর সহধর্মিণী। গত ২৬ মার্চ মোহাম্মদ ফরিদ উল্লাহ চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ।

নজরুল ইসলাম আতিক/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।