ইভ্যালির রাসেলের নামে যশোরে চেক জালিয়াতি মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের নামে যশোরে চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোর জুডিসিয়াল আমলি আদালতে (চৌগাছা অঞ্চলে) মামলাটি করা হয়। মামলার বাদী জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির এমডি পণ্য দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। পরে পণ্য না দেওয়ায় ২৫ জুলাই তরফদার মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের এক লাখ ৭৭ হাজার টাকার দেওয়া হয়। তবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

বাদীর আইনজীবী এমএম জয়নাল আবেদিন বলেন, আদালত মামলটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করেছেন। আগামী ৩ নভেম্বর আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম চঞ্চল নামের এক ব্যক্তি যশোর কোতোয়ালি মডেল থানায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে মামলা করেন।

মামলায় জাহাঙ্গীর অভিযোগ করেন, গত ২৯ মে এক লাখ ৩০ হাজার ১৪০ টাকায় ভারতীয় বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেলের অর্ডার করেন তিনি। এরপর কয়েকটি কিস্তিতে পুরো টাকা পরিশোধও করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। সাড়ে তিন মাসেও মোটরসাইকেল পাননি তিনি।

ভুক্তভোগী এক গ্রাহকের মামলায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বাসায় অভিযান পরিচালনা করে স্ত্রীসহ রাসেলকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে রাসেল রিমান্ডে এবং তার স্ত্রী শামীমা নাসরিন কারাগারে রয়েছেন।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।