অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১

পিরোজপুরে অস্ত্র মামলায় মো. মন্টু কবিরাজ (৩৮) নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন।

সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠির কাঁঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় মো. মন্টু কবিরাজকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভান্ডারিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আ. হক অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে মন্টু কবিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।